<p>কুড়িগ্রামের চিলমারীতে গত দেড় বছর ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রক‌ল্পের চাল পাননি সাবানা খাতুন (৩৫) না‌মে এক সু‌বিধা‌ভোগী। তার বরা‌দ্দের ৫৪০ কে‌জি চাল আত্মসা‌তের অভিযোগ উঠে‌ছে এক সংর‌ক্ষিত ইউপি সদস‌্যর স্বামীর বিরু‌দ্ধে। ভুক্ত‌ভোগী ওই সু‌বিধা‌ভোগী তার না‌মে বরাদ্দকৃত চাল ফেরত চে‌য়ে ১৫ সে‌প্টেম্বর উপ‌জেলা নির্বাহ‌ী অফিসার বরাবর লি‌খিত অভিযোগ ক‌রেছেন।</p> <p>সাবানা খাতু‌নের বা‌ড়ি উপ‌জেলার থানাহাট ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পুটিমারী এলাকায়। তি‌নি ওই এলাকার ফাইদুল ইসলামের স্ত্রী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুড়িগ্রামে ধীরে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/13/1720847459-c822cf83c7fff32a14d20b1320d43973.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুড়িগ্রামে ধীরে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/07/13/1406073" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগ র‌য়ে‌ছে, ওই ইউনিয়‌নের সংরক্ষিত মহিলা সদস্য আদুরী বেগ‌মের স্বামী বিজু মিয়া ২০২৩-২৪ অর্থ বছরের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)এর কার্ড ক‌রে দেওয়ার কথা ব‌লে পাঁচ হাজার টাকা নেন। এরপর থে‌কে বিজু নানা টালবাহানা ক‌রেন। ত‌বে ১৮ মাস পরে জানতে পারেন সাবানার নামে ভিডব্লিউবি'র কার্ড ইস্যু হয়েছে। কার্ড নম্বর-৩৩৪। </p> <p>জানা গে‌ছে, প্রক‌ল্পের প্রত্যেক সু‌বিধা‌ভোগী প্রতি মা‌সে ৩০ কে‌জি ক‌রে চাল পা‌ওয়ার কথা। সে হিসা‌বে ১৮ মা‌সে ৫৪০ কে‌জি চাল ইউপি সদস‌্যর স্বামী আত্মসাৎ ক‌রেছেন ব‌লে অভিযোগ করা হয়।</p> <p>ভুক্তভোগী সাবানা খাতু‌নের দা‌বি, ‘বিজুর কাছে কার্ড চাইলে তিনি বলেন সাবানা নামের দুইটা কার্ড পাস হইছে। কিন্তু চেয়ারম্যানের সঙ্গে ঝামেলা হওয়ায় কার্ড দুইটি আটকে রে‌খেছে। পরে বিজু মিয়া আমাকে ১৮ মাস পর কার্ড ফেরত দিয়েছে।’</p> <p>সংরক্ষিত মহিলা সদস্যর স্বামী বিজু মিয়া টাকা নেওয়ার কথা স্বীকার ক‌রে ব‌লেন, কেউ একজন তার না‌মের চাল তুল‌ছিল। ত‌বে কে তুল‌ছিল এ বিষয়ে আমি জা‌নি না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুড়িগ্রামে সংবাদপত্র বিক্রেতাদের বসুন্ধরা শুভসংঘের ছাতা উপহার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/02/1725214050-d7b626d88bdabebd07a2db66e3e6d407.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুড়িগ্রামে সংবাদপত্র বিক্রেতাদের বসুন্ধরা শুভসংঘের ছাতা উপহার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/news/2024/09/02/1421153" target="_blank"> </a></div> </div> <p>থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, সাবানা যে ১৮ মাস থেকে চাল পায়নি এ বিষ‌য়ে কেউ আমা‌কে জানায়‌নি।</p> <p>ভারপ্রাপ্ত উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) নঈম উদ্দিন জানান, এতোদিন কার্ডটি কার কাছে ছিল সেটির খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।</p>