<p>৩৫ হাজার নিষিদ্ধ বড়ি ইয়াবাসহ ঢাকা জজ কোর্টের পুলিশ সদস্যকে আটক করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা। রবিবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।</p> <p>আটক জাহাঙ্গীর আলম (৫০) ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল। এ ছাড়া তাকে বহনকারী সিএনজি অটোরিক্সা চালক শামসুল আলম (৩২) কক্সবাজার জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। </p> <p>সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজি অটোরিক্সায় তল্লাশী করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। তার ব্যাগ তল্লাশী করে ৩৫ হাজার ইয়াবা পাওয়ায় যায়। তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে সিএনজি চালক শামসুলকেও আটক করা হয়। </p> <p>তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুইজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। </p>