<p>কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার বু‌ড়িতিস্তা নদীর ওপর নি‌র্মিত রাজারঘাট‌ ব্রিজ‌টি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ২০১৯ সা‌লের ভয়াবহ বন‌্যায় ব্রিজের গাইড ওয়াল ভে‌ঙে দুই পা‌শের মা‌টি স‌ড়ে গি‌য়ে গভীর গ‌র্তের সৃ‌ষ্টি হয়। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় সং‌যোগ সড়‌কে মা‌টি ফে‌লে কো‌নো রকম চলাচ‌লের ব‌্যবস্থা করা হয়। গত ছয় বছর ধ‌রে জনগুরুত্বপূর্ণ ব্রিজ‌টির ওপর দি‌য়ে ঝুঁকি নি‌য়ে চলাচল কর‌ছে পথচারীসহ হালকা-ভারি যানবাহন। ফ‌লে প্রতি‌নিয়ত ঘট‌ছে ছোট-বড় দুর্ঘটনা।</p> <p>স্থানীয়‌দের ভাষ‌্য ও সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা গে‌ছে, ১৯৮২ সা‌লে দেড় কো‌টি টাকা ব‌্যয়ে উপ‌জেলার রা‌ণিগঞ্জ ইউনিয়‌নের ডি‌সি-৫০ রো‌ডে রাজারঘাট ব্রিজ‌টি নির্মাণ করা হয়। ছয় বছর আগে বন‌্যায় ব্রিজ‌টি ক্ষ‌তিগ্রস্ত হ‌লেও সংস্কারের উদ্যোগ নেয়‌নি সং‌শ্লিষ্ট বিভাগ। ব্রিজ‌টির ওপর দি‌য়ে প্রতি‌দিন সহস্রা‌ধিক যানবাহন ঝুঁ‌কি নি‌য়ে চলাচল করে। ‌যে কো‌নো মুহূ‌র্তে বড় ধ‌র‌নের দুর্ঘটনার অশঙ্কা স্থানীয়‌দের।</p> <p>এলাকাবাসী জানায়, ২০১৯ সা‌লে বন্যার পানির তোড়ে ব্রিজের দু’পাশের মাটি স‌ড়ে গি‌য়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় বাঁশের চাটাই দিয়ে কো‌নোরকম চলাচলের ব্যবস্থা করা হয়। প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসী বস্তা ফেলে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করা হলেও ব্রিজটি’র দুই দিকে গভীর গ‌র্তের কার‌ণে বিড়ম্বনায় প‌ড়ে‌ছেন পথচারীরা।</p> <p>ওই এলাকার অটোরিকশা চালক আনারুল ইসলাম (৪১) ব‌লেন, আমার জন্ম আর ব্রিজ‌টির বয়স একই সময়। প্রতি‌দিন একা‌ধিকবার অটোরিকশা নি‌য়ে ব্রিজের ওপর দি‌য়ে যাতায়াত ক‌র‌তে হয়। কিন্তু দুই দি‌কে গভীর গর্ত হওয়ায় ঝুঁকি নি‌য়ে চলাচল কর‌তে হ‌চ্ছে। </p> <p>আবুল কালাম (৭০) ব‌লেন, চো‌খের সাম‌নে অনেকগু‌লো দুর্ঘটনা দে‌খছি। রা‌তের আঁধা‌রে অনেক সাইকেল-‌রিকশাসহ গ‌র্তে প‌ড়ে যায়। ক‌বে যে কার মৃত‌্যু হ‌বে এখা‌নে সেটা বলা যা‌চ্ছে না।</p> <p>‌চিলমারী উপ‌জেলা প্রকৌশলী ফি‌রোজুর রহমান ব‌লেন, ‌ব্রিজ‌টি খুবই ঝুঁকিপূর্ণ। দুই দি‌কে ক‌য়েকবার মা‌টি ভরাট করা হ‌য়ে‌ছিল। কিন্তু বু‌ড়িতিস্তা নদীর স্রোত থাকায় ‌সে‌টি টেকসই হয়‌নি। দ্রুত সেখা‌নে নতুন ব্রিজ নির্মাণ করা হ‌বে।</p>