<p>বরগুনার আমতলী পৌর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত সময় মেডিকেয়ার এন্ড হসপিস-এর দক্ষিণ পাশের একটি চায়ের দোকানের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদক বেচাকেনা হচ্ছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি বশিরুল আলমের নেতৃত্বে এসআই ইমাম হোসেন সোহাগসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। ওই সময় সুনামগঞ্জ জেলার মনপুর ইউনিয়নের আ. হকের ছেলে ইজ্জত আলী (৩৫) ও আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউঠা গ্রামের উপেণ শিকদারের ছেলে শংকর শিকদার (৩৫) নামের দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করে এবং তাদের সঙ্গে থাকা দুটি বাজারের ব্যাগ তল্লাশি করে তার মধ্যে পলিথিন দিয়ে পেঁচানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।</p> <p>প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।</p> <p>বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি বশিরুল আলমের জানান, সুনামগঞ্জ থেকে মাদকের একটি চালান বিক্রির জন্য আমতলীতে আসছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ২ কেজি গাঁজাসহ দুই কারবারি সুনাগঞ্জের ইজ্জত আলী ও আমতলীর শংকর শিকদারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। </p>