<p>কুড়িগ্রামে বসতঘ‌রের তালা ভেঙে স্বর্ণালংকার, শিক্ষা সনদপত্রসহ মূল্যবান জিনিপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল এলাকায় এ ঘটনা‌ ঘটে। গত রবিবার এ ঘটনায় থানায় লি‌খিত অভিযোগ করেন ভুক্ত‌ভোগী ইশরাত জাহান স্মৃতি।</p> <p>জানা যায়, কৃষ্ণমঙ্গল গ্রা‌মের র‌শিদুল হায়দা‌রের স‌ঙ্গে বহু বছর ধরেই ৪২ শতক পৈ‌তৃক জ‌মি নি‌য়ে বি‌রোধ চ‌লছে তার আপন ভাই শফিকুল হায়দার, শামীম হায়দার ও লুৎফুল হায়দারের। ২০২১ সা‌লের ৩০ জুন বড় ভাই র‌শিদুল মারা গে‌লে অন‌্যরা জমি দখলে বেপ‌রোয়া হ‌য়ে ওঠেন। এরই জেরে গত ৬ সে‌প্টেম্বর র‌শিদু‌লের স্ত্রী মোকছেদা খাতুন, মে‌য়ে ইশরাত ও সুমাইয়া পারভীনকে মারধর ক‌রে বাড়ি থেকে বের ক‌রে দে‌ন শফিকুলসহ অন‌্য ভাইয়েরা। </p> <p>আহত হয়ে হাসপাতা‌লে চি‌কিৎসা শে‌ষে দুই মে‌য়ে‌কে নি‌য়ে বো‌নের বা‌ড়ি‌তে আশ্রয় নেন মোক‌ছেদা। এর ম‌ধ্যে ক‌য়েকবার বা‌ড়ি‌তে ওঠার চেষ্টা করেও ব‌্যর্থ হন ভু‌ক্ত‌ভোগীরা। গত ১৫ সেপ্টেম্বর বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের তালা ভেঙে আলমারিতে থাকা স্বর্ণের বালা, গলার চেইন, কানের দুল, আংটি ও ব্রেসলেট নিয়ে যান দুর্বৃত্তরা। যার মূল্য অন্তত ৬ লাখ টাকা। সেইসঙ্গে জমির দলিলসহ ছেলে-মেয়ের শিক্ষা সনদ ও মূল্যমান জিনিসপত্রও লুট ক‌রে নিয়ে যায় দুর্বৃত্তরা। </p> <p>এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেন মোক‌ছেদার বড় মে‌য়ে ইশরাত। থানায় জিডি করলেও আইনি‌ কো‌নো সহায়তা পায়নি ব‌লে অভিযোগ প‌রিবার‌টির।</p> <p>ইশরাত বলেন, ‘আমরা তিন ভাই-বোন। ছোট ভাই ঢাকায় চাক‌রি ক‌রে। বাবা মারা যাওয়ার পর চাচারা আমা‌দের‌ বাবার সম্প‌ত্তি থে‌কে ব‌ঞ্চিত করার জন‌্য উঠে প‌ড়ে লে‌গে‌ছেন। এর আগেও আমার মা‌কে মারধর ক‌রেছেন তারা।’</p> <p>এ বিষ‌য়ে অভিযুক্ত শফিকুল হায়দার বলেন, ‘আমার ভাই রফিকুল হায়দারের সঙ্গে ভাতিজি ইশরাত জাহানের বাগবিতণ্ডা সৃষ্টি হলে তাকে একটি থাপ্পর দিই। এ ছাড়া লুটপাটের ঘটনা সব মিথ্যা।’ </p> <p>উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p>