<p style="text-align:justify">পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়সভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সমন্বয়করা ফের মতবিনিময়সভা করেন।</p> <p style="text-align:justify">জানা যায়, জেলা ও উপজেলা কমিটি গঠন নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হলে সভা পণ্ড হয়ে যায়। এ সময় দুই গ্রুপের হাতাহাতি থেকে ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায় সংঘর্ষ শুরু হয়। এতে দুজন গুরুতরসহ কমপক্ষে পাঁচজন আহত হন। গুরুতর আহতরা হলেন ইমরান ও রেদওয়ান। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p style="text-align:justify">প্রসঙ্গত, পিরোজপুরে কয়েক দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।</p>