<p>নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা ফটকের সামনে সড়ক বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ট্রাকচালকরা। </p> <p>আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ফতুল্লা থানা এলাকা থেকে পঞ্চবটী মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজটের তৈরি হয়। পরে সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনী ও পুলিশের সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন চালকরা। </p> <p>পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ২টার দিকে পঞ্চবটী এলাকায় চায়না প্রজেক্টের সড়ক দিয়ে ট্রাক চলাচল করে। পরে এ নিয়ে প্রজেক্ট কর্তৃপক্ষ কয়েকজন ট্রাক চালককে মারধর করে। এর জের ধরেই প্রজেক্ট কর্তৃপক্ষের বিচারের দাবিতে ফতুল্লা থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।</p> <p>এ বিষয়ে চায়না প্রজেক্ট কর্তৃপক্ষের যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায় নি।</p> <p>ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, গতকাল রাতে মুক্তারপুর-পঞ্চবটী উড়ালসেতুর দায়িত্ব পালন করা চায়না প্রজেক্ট কর্তৃপক্ষের সঙ্গে ট্রাকচালকদের একটি ঘটনা নিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি সুরাহার জন্য সেনাবাহিনীর সহায়তায় চালকদের কয়েকজন প্রতিনিধি ও প্রজেক্ট কর্তৃপক্ষকে নিয়ে থানায় বৈঠকে বসেছি। বর্তমানে সড়ক থেকে ট্রাক চালকরা সরে গেছেন। এখন যানজট থাকলেও খুব শিগগিরই যানজট নিরসন হবে।</p>