<p>পাবনার ভাঙ্গুড়ায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২৫৩ কেজি চালসহ ইউপি সদস্য রফিকুল ইসলামকে আটক করেছে উপজেলা প্রশাসন। রফিকুল ইসলাম উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের (রামনগর গ্রাম) সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গতকাল সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।</p> <p>জানা যায়, সম্প্রতি দুঃস্থ ও অসহায় নারীদের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির চাল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হয়। সেই কর্মসূচির ২৫৩ কেজি চাল কার্ডধারীদের না দিয়ে আত্মসাৎ করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম। এই চাল তিনি নিজ বাড়িতে লুকিয়ে রাখেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পারলে উপজেলা প্রশাসনকে জানায়। পরে সোমবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী পুলিশ প্রশাসন নিয়ে ওই ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালালে বসত ঘরের খাটের নিচে ও ড্রামে খাদ্য অধিদপ্তরের বস্তায় সংরক্ষণ করা অবস্থায় এই চালের সন্ধান পান। </p> <p>এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, ‘ইউপি সদস্য রফিকুল ইসলামের বসত ঘর থেকে সরকারি কর্মসূচির ২৫৩ কেজি চাল জব্দ করা হয়। এ সময় রফিকুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’</p>