<p>টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে চার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ সেপ্টেম্বর) সড়ক দুর্ঘটনাসহ পৃথক পৃথক ঘটনায় তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।</p> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত একজনের মরদেহ  পাওয়া য়ায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়ার চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ওই ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। </p> <p>উপজেলার কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি জলাশয়ের কচুরিপানার নিচ থেকে সাজ্জাদ হোসেন (৪০) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে। সাজ্জাদ টাঙ্গাইলের জেলা সদরের বটতলা এলাকায় ঔষধের দোকান করতেন এবং স্ত্রী সন্তান নিয়ে থাকতো বলে জানায় তার পরিবারের লোকজন। ঘাটাইল থানার এসআই আজহার জানান, লাশের কপালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।<br />    <br /> ঘাটাইল পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় রঞ্জু মিয়ার সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে জুলহাস উদ্দিন (৫৫) নামের এক শ্রমিক ট্যাংকিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে আরেকজন ট্যাংকিতে নামেন। এতে ঘটনাস্থলেই মারা যান জুলহাস উদ্দিন। তার বাড়ি উপজেলার চান্দশি গ্রামে। এ ঘটনায় আহত অপর শ্রমিক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।</p> <p>টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া সেতুর কাছে মোটরসাইকেল ও গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাহিন হাসান মুন (১৮) নামের এক কলেজ ছাত্র মারা গেছেন। মুন উপজেলার লাউয়াগ্রামের জুলফিকারের ছেলে। তিনি ঘাটাইল ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। </p> <p>এ বিষয়ে ঘাটাইল থানার ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত)) সজল খান জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।</p>