<p>গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজছাত্র মো. হৃদয়কে (২০) গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক পুলিশ এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের তাড়াইলের বড়হা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কনস্টেবলের মো. আকরাম হোসেন (২২) গাজীপুর শিল্প পুলিশ-২ এ কর্মরত রয়েছেন।</p> <p>নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন।</p> <p>কোনাবাড়ী থানা সূত্রে গেছে, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী-কাশিমপুর সড়কের কোনাবাড়ী এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছিলেন হৃদয়। হঠাৎ সেখানে পুলিশ উপস্থিত হলে হৃদয় রাস্তার পাশের দোকানে আশ্রয় নেয়। এ সময় পুলিশ সদস্যরা হৃদয়কে ধরে এনে চড়-থাপ্পড় মারেন।</p> <p>একপর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম অতি উৎসাহী হয়ে হৃদয়ের পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।</p> <p>কোনাবাড়ী থানার ওসি মো. শাহ আলম জানান, কনস্টেবল আকরামকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে। </p>