<p>প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে (৩৫) অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। </p> <p>র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এই তথ্য নিশ্চিত করেছেন। </p> <p>তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এজাহারনামীয় পলাতক আসামি শিরহান শরীফ তমাল। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।</p> <p>এ সময় তমালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি, ১০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।</p> <p>গ্রেপ্তারকৃত তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি। বাবা ভূমিমন্ত্রী থাকাকালে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন। সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল, চাঁদাবাজি, মাদক কেনাবেচা ও টেন্ডারবাজি করে প্রচুর অবৈধ টাকা আয় করেন তিনি।</p> <p>২০১৭ সালের ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় তমালের সন্ত্রাসী বাহিনী বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের রিজভী জয়, ডিবিসি নিউজের পার্থ হাসান ও সময় টিভির এক ক্যামেরাপারসনের ওপর হামলা করে মারাত্মকভাবে আহত করেন।</p> <p>উল্লেখ্য, গত ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। এ সময় নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম রিপনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের মধ্যে নজরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। </p>