<p style="text-align:justify">হবিগঞ্জের মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে স্টার ফোরসোলিন কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর স্টার ফোরসোলিন কারখানার প্রধান ফটকের সামনে শত শত শ্রমিক সড়কে অবস্থান নেন।</p> <p style="text-align:justify">এতে সড়কের দুইপাশে ৫/৬ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। কারখানা কর্তৃপক্ষ ও মাধবপুর উপজেলা প্রশাসন আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক ছেড়ে আলোচনায় বসার আহ্বান করলেও শ্রমিকরা দাবি আদায়ে অনড় ছিলেন।</p> <p style="text-align:justify">শ্রমিকরা জানান, তাদের নিয়মিত বেতন মজুরি পরিশোধ করছেনা মালিক পক্ষ। বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে গত এপ্রিল মাসে তারা রাস্তায় নেমেছিল। তখন কারখানা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন তাদের লিখিতভাবে আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা সব পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। </p> <p style="text-align:justify">শ্রমিক নেতা সবুজ মিয়া ও আলাউদ্দিন জানান, শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। যার কারণে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে পারছেনা। তাই তারা বাধ্য জীবনের তাগিদে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।</p> <p style="text-align:justify">কারখানার ব্যবস্থাপক মো. মিঠু আনোয়ার জানান, চলমান পরিস্থিতির কারণে কারখানায় উৎপাদিত ডিনার সেট বিদেশে রপ্তানি ও দেশে বিক্রি কমে গেছে। তাই কারখানা আর্থিক সংকটে পড়েছে। এরপরও তাদের বকেয়া পরিশোধ করতে আমরা রাজি আছি। দুইপক্ষ আলোচনা করে তাদের ন্যায়সংগত পাওনা পরিশোধ করা হবে।</p> <p style="text-align:justify">মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে সাড়ে ৪ টার সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। বৃহস্পতিবার শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মালিক কর্তৃপক্ষ। আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন।</p>