<p>নওগাঁয় বিদ্যুৎ বিভাগের অবহেলাজনিত কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে তাওহিদ নামের এই শিশুর মৃত্যু হয়েছে। তাওহিদ ওই গ্রামের সৌদিপ্রবাসী রাসেলের ছেলে। সে সান্তাহার একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে একটি ধানের ক্ষেতের পাশে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে সেগুলো ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিদ্যুতের ওই খুঁটি ব্যালান্সের জন্য যে তার দিয়ে টানা দেওয়া ছিল সেটা ধানের জমির পানিতে ডোবা ছিল। আর ওই কাটা তারই বিদ্যুতায়িত হয়ে ছিল। আগের দিন থেকে ওই খুঁটিতে স্পার্কিং হচ্ছিল কিন্তু এলাকাবাসী বিদ্যুৎ বিভাগকে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি বরং অভিযোগ উঠেছে সেটা ঠিক করে দেওয়ার জন্য এলাকাবাসীর নিকট থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছে।</p> <p>এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর প্রতিবাদে এলাকার হাজার হাজার মানুষ বিদ্যুৎ অফিস ও অফিসের সামনে রাস্তা অবরোধ করে। বেশ কয়েক ঘণ্টা তারা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে।</p>