<p>বন্যার পানি কমতে শুরু করলেও ফেনীতে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের রোগবালাই। ছোট-বড় সবারই দেখা দিচ্ছে চর্ম, কলেরা আর ডায়রিয়া। দুর্যোগপূর্ণ এ পরিস্থিতি মোকাবেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে জেলাজুড়ে বিনা মূল্যে অস্থায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুরো জেলায় প্রতিদিন ৪ থেকে ৫টি টিম কাজ করে যাচ্ছে। এসব টিম বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করছে।</p> <p>শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটি টিম এয়াকুবিয়া মসজিদ প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প করেছে। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. কামরুজ্জামান, ডা. সাদ বিন ইসলাম, ডা. মো. মির্জা নজরুল ইসলাম, ডা. মুনিরা, ডা. শারমিন আক্তার হ্যাপী ও ডা. ইমাম হোসাইন মামুন। এ ছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন আইআইইউসির ছাত্র আকবর হোসাইন, মো. আরিফসহ আরো অনেকে।</p> <p>এ সময় জ্বর, ঠাণ্ডা-কাশি, চর্ম রোগ, ডায়রিয়া, ব্যথাসহ নানা সমস্যা নিয়ে রোগীরা আসেন। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় ১২০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।</p> <p>বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুশি হয়ে বৈষম্যবিরোধী ছাত্র ও চিকিৎসকদের জন্য দোয়া করেন ৮০ বছর বয়সী রহিমা বেগম ও ৬০ বছর বয়সী সিদ্দিকুর রহমান।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার ডাক্তারদের সমন্বয়ক ডা. মো. মির্জা নজরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন ৪ থেকে ৫টি মেডিক্যাল টিম ফেনীর প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছে। ৩৫ জন ডাক্তার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়তই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে যাতে একটু সুস্থ রাখা যায়। কেন্দ্র থেকে ওষুধসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে আমাদের। এ ছাড়া স্থানীয়রা আমাদের সহযোগিতা করছে। যত দিন প্রয়োজন, তত দিন আমরা এ মেডিক্যাল সেবা চালিয়ে যাব।’</p>