<p>গাজীপুরের টঙ্গীতে ১২ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন নুভিসতা ফার্মা লিমিটেড ওষুধ উৎপাদন কারখানার অস্থায়ী শ্রমিকরা। বুধবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় টঙ্গী ন্যাশনাল টিউব রোডের প্রতিষ্ঠানসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেনে দুই শতাধিক শ্রমিক।</p> <p>শ্রমিকদের ১২ দফা হলো প্রতিষ্ঠানের কর্মকর্তা তাশিকুজ্জামান, শহিদুল ইসলাম, আফরীন আক্তার ও শফিকুর রহমানের পদত্যাগ, অস্থায়ী শ্রমিকদের চাকরিতে স্থায়ীকরণ, সব অস্থায়ী শ্রমিককে ২১ হাজার ৫০০ টাকা মাসিক বেতন ধার্য করা, নতুন নিযোগপ্রাপ্ত অস্থায়ী শ্রমিককে তিন মাসের মধ্যে মাসিক বেতন ও ছয় মাসের মধ্যে স্থায়ী করা, নারী শ্রমিকদের ক্ষেত্রে মাতৃকালীন ছয় মাসের ছুটি ও বেতন প্রদান প্রমুখ।</p> <p>কারখানার বিক্ষুব্ধ শ্রমিক নাজমুল হাসান, মিরাজ, সাইফুল ইসলাম, জুয়েল, আকবরসহ অনেকে জানান, তারা ১৩ আগস্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিকট ১২ দফা দাবি পেশ করেন। এরপর তিন দফা বৈঠকেও বিষয়টির সমাধান না হওয়ায় চূড়ান্ত সমাধানের লক্ষ্যে আজ সকাল ১০টায় সময় দেয় কর্তৃপক্ষ। সময়মতো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ না আসায় শ্রমিকরা প্রথমে কারখানার সামনে শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর ২টায় শ্রমিকদের সঙ্গে ফের বৈঠকে বসবে বলে জানায় কর্তৃপক্ষ। এ সময়েও প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে না আসায় শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন। </p> <p>তারা জানান, দুপুর আড়াইটার দিকে মিছিল সহকারে তারা টঙ্গী ন্যাশনাল টিউব রোডের প্রতিষ্ঠানসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে তারা মহাসড়কে ইট রেখে দাবিদাওয়ার প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে বসেন। বিকেল ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দেয়।</p> <p>এ বিষয়ে নুভিসতা ফার্মার পরিচালক মামুন ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।</p> <p>গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বিকেল ৪টায় কালের কণ্ঠকে বলেন, শ্রমিকরা কারখানার সামনের সড়কে বিক্ষোভ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, যা চলমান। শ্রমিকদের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।</p>