<p>গাইবান্ধার পলাশবাড়ী এলাকার আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় ভ্যানযাত্রী আরো এক শিশু আহত হয়। </p> <p>আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় ঢোলভাঙ্গার গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। </p> <p>ঘটনার পরপরই নিহতদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহত শিশুটিকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।</p> <p>নিহতরা হলেন, সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জৌর্দ্দকড়িসিং গ্রামের আবু তাহেরের ছেলে অটোভ্যানের যাত্রী রেজাউল করিম সরদার (৪০)। অন্যজন পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে অটোভ্যান চালক রুবেল মিয়া (৪৫)। তাৎক্ষনিকভাবে আহত শিশুটির পরিচয় জানা যায়নি।</p> <p>হাসপাতালে নিহত রেজাউলের ভাই তানজীল মিয়া জানান, রেজাউল পলাশবাড়ীতে অবস্থানরত তার শাশুড়ীকে পলাশবাড়ি থেকে রংপুর মেডিক্যাল কলেজে চিকিতসার জন্য নিয়ে যেতে ভ্যানে ওঠেন। এসময় একটি শিশুও ওই ভ্যানের যাত্রী ছিল।</p> <p>এসময় ভ্যানটি দুর্ঘটনাস্থলে পৌছলে চট্টগ্রাম থেকে গাইবান্ধা অভিমুখে বেপোরোয়া গতিতে আসা জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রীসহ ওই ব্যাটারি চালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী রেজাউল করিম সরদার ও অটোভ্যান চালক রুবেল মিয়া মারা যান।শিশুটি আহত হয়।</p> <p>মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের নাম পরিচয় পরিচয় পাওয়া গেছে। পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।<br />  </p>