<p style="text-align:justify">ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। </p> <p style="text-align:justify">মানববন্ধনে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">মানববন্ধরে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি বিভিন্ন মিডিয়ার উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। </p> <p style="text-align:justify">এতে বক্তব্য রাখেন, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল আলম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আহসান হাবিব, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি একেএস রোকন, ডেইলী সানের প্রতিনিধি কামাল সুকরানা, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বশরী সোহান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবদুর রহিম রানা প্রমূখ।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়ায় অবস্থিত নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ ২৪ ডটকম ও রেডিও ক্যাপিটালে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দূষ্কৃতিকারীরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউজ ও গাড়ি ভাঙচুর করে।</p>