<p>কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচিত ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান বিকৃতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক আলোচিত এই স্লোগান বিকৃত করেন বলে অভিযোগ ওঠে।</p> <p>গতকাল রবিবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল শুরু হয়। সূর্যসেন হল, হাজী মুহাম্মদ মুহসীন হল, মুক্তি ও গণতন্ত্র তোরণ, উপাচার্যের বাসভবন হয়ে রাজু ভাস্কর্যে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।</p> <p>শিক্ষার্থীরা বলছেন, চব্বিশের বিপ্লবকে যে স্লোগান উজ্জীবিত করেছে, সেই স্লোগান নিয়ে কোনো ধরনের হীনম্মন্যতা গ্রহণ করবেন না তাঁরা।</p> <p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, সুধীসমাজের একটি শ্রেণি প্রকৃত ইতিহাস মুছে দিতে চায়। যাঁরা ইতিহাস বিকৃত করতে চান, তাঁদের সতর্ক হওয়ার আহবান জানান তিনি।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মুসাদ্দিক ইবনে মোহাম্মদ বলেন, চব্বিশের চেতনাবিরোধীরা গণ-অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন মুছে দিতে চায়। খুনি হাসিনা রাজাকার ট্যাগ দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। এই রাজাকার স্লোগানের কারণেই হাসিনা ইতিহাসের ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছেন।</p> <p>সহসমন্বয়ক এ বি জুবায়ের বলেন, ‘যেই স্লোগানে পুরো বাংলাদেশ জ্বলে উঠেছে, সেই স্লোগান নিয়ে এত হীনম্মন্যতা কেন? আমাদের চোখে দেখা ইতিহাস বিকৃত হলে একাত্তরের ইতিহাস কিভাবে বিশ্বাস করব।’ যাঁরা এমন অপচেষ্টা চালিয়েছেন, তাঁদের অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার আহবান জানান তিনি।</p> <p>চব্বিশের বিপ্লবের প্রতিটি চিহ্ন জিইয়ে রাখার জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা দেন এ বি জোবায়ের।</p>