<p>আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নিয়োগ দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময়ে উপচার্য নিয়োগ না হলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।</p> <p>আজ শনিবার (১৪ই সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামানে দ্রুততর সময়ের মধ্যে ভিসি নিয়োগের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। </p> <p>মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, আবু সাঈদের এই আন্দোলনের প্রথম বিপ্লবী শহীদ। আমরা ভেবেছিলাম, সর্বপ্রথম আবু সাঈদের ক্যাম্পাসে উপাচার্য নিয়োগ দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা উত্তরাঞ্চল প্রতিবারের মতোই অবহেলিত। এখনো তাই হচ্ছে। সেটা কেন? আমাদের শিক্ষার্থীরা সব সময়ই কি অবহেলিত থাকবে? এখন বলতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যমে উপাচার্য নিয়োগ দেওয়া হোক। </p> <p>এই সময় শিক্ষার্থীরা হুঁশিয়ার দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে উত্তরবঙ্গের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করা দেওয়া হবে। এর পরও নিয়োগ দেওয়া না হলে ‘লংমার্চ টু ঢাকা’ আন্দোলনের ডাক দেওয়া হবে। তাই ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব একজন উপাচার্য নিয়োগ দেওয়া হোক। </p> <p>এর আগে গত ৬ সেপ্টেম্বর পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে আলটিমেটাম দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। তবে পাঁচ কর্মদিবস অতিবাহিত হলেও কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।</p>