<p>বাজারে নতুন চাল এসেছে প্রায় দেড় সপ্তাহ আগে। প্রতি সপ্তাহে কেজিতে দুই-চার টাকা করে বাড়ছিল চালের দাম, তবে এখন কমতে শুরু করেছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের পাইকারি ও খুচরা চালের বাজারে এ অবস্থা বলে জানা গেছে। </p> <p>ব্যবসায়ীরা বলছেন, দেড় সপ্তাহ আগেও মাঝারি মানের চালের কেজি প্রতি ক্রেতাকে গুনতে হয়েছে অন্তত ৬৫ টাকা। নতুন চাল আসার পর সে দাম কমে ৬০ টাকায় নেমেছে। আট-দশদিন ধরে চালের দাম কমেছে। এর আগে ৬৫ টাকার নিচে আটাশও ছিল না। এখন ৬০ টাকায়ও আটাশ পাওয়া যায়। নতুন চালের দাম কম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পেঁয়াজ-সবজির দাম কমেছে, ঝাল বেশি কাঁচা মরিচের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732863740-3e566297b10d96619169e191bb180c4d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পেঁয়াজ-সবজির দাম কমেছে, ঝাল বেশি কাঁচা মরিচের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/29/1451923" target="_blank"> </a></div> </div> <p>বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট নামে বিক্রি হওয়া চাল বর্তমানে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে মিলছে। কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা হাজারে গুনতে হচ্ছে আটাশ চালের জন্য। </p> <p>বিক্রেতাদের ভাষ্য, ৫০ কেজি ওজনের আটাশ চালের বস্তা ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এটি পুরনো চাল। তবে নতুন চালের ক্ষেত্রে বস্তা প্রতি ২০০ টাকা কম পাচ্ছেন ক্রেতারা। এছাড়া মোটা চালের মধ্যে পাইজাম ৫৮ থেকে ৬০ টাকা, স্বর্ণা গুটি ৫২ থেকে ৫৫ টাকা, হাইব্রিড ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩ নির্বাচনে অনেক গণমাধ্যম সত্য বলেনি : বদিউল আলম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732862724-1a30f86fa7e68ae576fbc4a8d13b1953.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩ নির্বাচনে অনেক গণমাধ্যম সত্য বলেনি : বদিউল আলম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/29/1451921" target="_blank"> </a></div> </div> <p>বাজারে নাজিরশাইল চাল ৭৫ টাকা, চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দামে।</p>