<p style="text-align:justify">বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে, তাই আমাদের মাথার ওপর এখনো বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরো একটা বিপর্যয় এফোর্ট করতে পারি না।’</p> <p style="text-align:justify">আজ বুধবার সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, এই জাতিকে রক্ষা করতে এখন জাতীয় ঐক্যের প্রয়োজন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সব বিভক্ত করে ফেলেছে। বিএনপি বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চায়। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকতে পারে, তবে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্বসহ মৌলিক বিষয়গুলোতে ঐক্য থাকতে হবে। </p> <p style="text-align:justify">মির্জা ফখরুল আরো বলেন, ‘বিএনপির চিন্তা আগামী নির্বাচন নিয়ে। কারণ বর্তমান সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। এই সরকার নির্বাচনব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে মাত্র। সেই কমিটি বিএনপির কাছে মতামত চেয়েছে, বিএনপি খুব শিগগিরই মতামত দেবে। বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে সব থেকে জরুরি প্রয়োজন গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।’</p> <p style="text-align:justify">বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের যে অর্জন তা কিছু ব্যক্তি নস্যাৎ করার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে আরো একটি বিপর্যয় মোকাবেলা করতে পারি না। ফ্যাসিবাদের প্রধান হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। ভারত আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারণা চালিয়ে যাচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তা নাহলে জাতি হিসেবে পরবর্তীতে বড় বিপদের সম্মুখীন হতে হবে। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে, তারা কখনোই প্রশাসন বা অন্য কাউকে চাপ সৃষ্টি করবে না।’ </p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘উপদেষ্টা নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই। নিয়োগের বিষয়টি সম্পূর্ণ প্রধান উপদেষ্টার। তার কাজের সুবিধার্থে যাকে প্রয়োজন তাকে নেবে। তবে উপদেষ্টারা যেন বিতর্কিত না হয় সে বিষয়ে সরকারের সতর্ক ভূমিকা রাখা উচিত।’</p>