<article> <p style="text-align: justify;">আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।</p> <p style="text-align: justify;">জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।</p> <p style="text-align: justify;">মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং ওই শক্তির নির্দেশে তারা বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচারব্যবস্থা আছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা আজকে কুক্ষিগত করেছে, দলীয়করণ করেছে, তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না।’</p> </article> <article> <p style="text-align: justify;">এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বিসিএস দিয়েও চাকরি পায় না। তাদের ডিএনএ টেস্ট করা হয়। তারা কোন দলের? তাদের বাবা-মামা-চাচা-ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কি না, তাহলে আপনার চাকরি হবে না পাস করেও, কোয়ালিফাই করেও। আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না। আর সেটা লাখ লাখ টাকা। একজন স্কুলের পিয়নের চাকরি ১৫ লাখ টাকার নিচে হয় না। এমন অবস্থায় তারা দেশটাকে নিয়ে এসেছে।’</p> </article> <article> <p style="text-align: justify;">খালেদা জিয়ার ওপর সরকারের প্রতিহিংসামূলক নিপীড়ন চালানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব।</p> <p style="text-align: justify;">নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে কটাক্ষ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিবার নির্বাচনে তারা একেকটা নতুন নতুন কৌশল গ্রহণ করে। এবার করা হয়েছে ডামি নির্বাচন। গৃহপালিত বিরোধী দলও তারা ঠিক করে দিয়েছে।’</p> </article> <article> <p style="text-align: justify;">মির্জা ফখরুল বলেন, ‘সাময়িকভাবে হয়তো আন্দোলনে কিছুটা ভাটা পড়তে পারে। অনেকে বলেন যে আবার আন্দোলন শুরু হবে। আরে, আন্দোলন তো চলছে।’</p> <p style="text-align: justify;">যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মওলা শাহিন, ইছহাক সরকারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন ও ছাত্রদলের আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বক্তব্য দেন।</p> <p style="text-align: justify;">সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।</p> </article>