<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">করদাতাদের জন্য কর পরিশোধ প্রক্রিয়াকে আরো সহজ ও ঝামেলামুক্ত করতে ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অফিসে একটি বুথ চালু করেছে ব্র্যাক ব্যাংক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে করদাতাদের কর প্রদান প্রক্রিয়া আরো বেগবান করাই এই বুথ স্থাপনের উদ্দেশ্য। এই সিস্টেমটি ক্যাশ পেমেন্ট বা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা করে কর লেনদেনকে আরো সহজ, কার্যকর এবং সময় সাশ্রয়ী করবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা ট্যাক্স জোন ১১ অফিসে বুথটির উদ্বোধন করেন এনবিআরের ঢাকা ট্যাক্স জোন ১১-এর কমিশনার মিস শারমিন ফেরদৌসী এবং ব্র্যাক ব্যাংকের ফিন্যানশিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আবদুল ওহাব মিয়া, এফসিএ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের ইউনিট হেড মেজর মোহাম্মদ আরিফ চৌধুরী (অব.) এবং ট্যাক্স জোন ১১-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে মিস শারমিন ফেরদৌসী ট্যাক্স কমিশন এবং ব্র্যাক ব্যাংকের সম্মিলিত উদ্যোগের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।</span></span></span></span></p>