<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুনাফার একাংশ বিদেশে হস্তান্তরের ফলে দেশে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কম্পানিগুলোর কাছ থেকে প্রাপ্য করপোরেট কর হারাচ্ছে বাংলাদেশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বহুজাতিক এসব কম্পানি বিভিন্নভাবে তাদের মুনাফা বিদেশে সরিয়ে নিচ্ছে। এর পাশাপাশি বিত্তবানদের একাংশ বিদেশে সম্পদ পাচার করছে। বহুজাতিক কম্পানিগুলো মুনাফার একাংশ বিদেশে পাঠিয়ে দেওয়ার কারণে বাংলাদেশ এক বছরে হারিয়েছে ৩৩৫ মিলিয়ন ডলার বা সাড়ে ৩৩ কোটি ডলার। গত বছর করপোরেট কর হারানোর পরিমাণ ছিল ৩৭১ মিলিয়ন বা ৩৭ কোটি ১০ লাখ। এ ছাড়াও সম্পদশালীরা বিদেশে অর্থপাচার করায় বছরে ১৯ মিলিয়ন মার্কিন ডলার বা এক কোটি ৯০ লাখ ডলার থেকে বঞ্চিত হতে হচ্ছে। গত বছর সম্পদশালীরা বিদেশে সম্পদ গড়ায় দেশের অর্থনীতিতে ২৫.৯ মিলিয়ন ডলার বা দুই কোটি ৫৯ লাখ ডলার যোগ হয়নি। চলতি বছরের হিসাবে সব মিলিয়ে ৩৫৫ মিলিয়ন ডলার বা সাড়ে ৩৫ কোটি ডলার কর হারিয়েছে বাংলাদেশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক (টিজেএন) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর হস্তান্তরকৃত মুনাফার পরিমাণ এক হাজার ৩৩ ডলার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিজেএনের প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশ যে পরিমাণ কর থেকে বঞ্চিত হয়েছে তা স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের ২১.৪ শতাংশ। বহুজাতিক কম্পানি ও সম্পদশালীরা কর ব্যবস্থার অপব্যবহারের কারণে বাংলাদেশসহ আরো কয়েকটি দেশ প্রতিবছর ৪৯২ বিলিয়ন ডলার কর হারাচ্ছে। এই করের অর্ধেকই পাচার হচ্ছে বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোতে। এই দেশগুলো হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তারা জাতিসংঘের কর সংস্কার না মানায় অর্থ পাঠিয়ে কর ফাঁকি দেওয়ার সুযোগ মিলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে আরো জানানো হয়, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে ১.৩ বিলিয়ন ডলার বা ১৩০ কোটি ডলার সরিয়ে নিয়েছে। এটি দেশের প্রায় ৪৬০ বিলিয়ন ডলারের অর্থনীতির ০.১ শতাংশ। করপোরেট করের হার কমানো সত্ত্বেও মুনাফা হস্তান্তরের প্রবণতা কমেনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিজেএনের গবেষণা বিভাগের পরিচালক লিজ নেলসন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কর হচ্ছে এমন একটি টুল বা যন্ত্র যা আমরা কেমন সমাজে বসবাস করতে চাই তা নির্ধারণ করে দেয়। তবে বিভিন্ন দেশের সরকার এই শক্তিশালী টুল এমনভাবে ব্যবহার করে যাতে ধনীরা অতি ধনীতে পরিণত হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>