<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়াতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি ক্রেতাদের উৎসাহিত করছে চীন সরকার। এতে দেশটিতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি ব্যাপকভাবে বাড়ছে। ফলে চীনের সবচেয়ে বড় বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক কম্পানি বিওয়াইডির আয় বেড়েছে। এই প্রথম রাজস্ব আয়ের দিক থেকে তারা টেসলাকে ছাড়িয়ে গেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে বিওয়াইডির রাজস্ব আয় ২০০ বিলিয়ন ইউয়ান বা দুই হাজার ৮২০ কোটি ডলার ছাড়িয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় যা ২৪ শতাংশ বেশি। একই সময়ে টেসলা ২৫.২ বিলিয়ন বা দুই হাজার ৫২০ কোটি ডলার আয় করেছে। রাজস্ব আয়ে তৃতীয় ত্রৈমাসিকে বিওয়াইডি টেসলাকে অতিক্রম করলেও বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রিতে টেসলা এখনো এগিয়ে আছে। এদিকে চীন সরকার বৈদ্যুতিক যানবাহন কেনায় ক্রেতাদের উৎসাহিত করতে বড় ধরনের ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকি ও কর প্রণোদনার ফলে চীনের ক্রেতারা পেট্রলচালিত গাড়ির বদলে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছে, চীনের ইভি বিক্রিতে যা বড় ধরনের প্রভাব ফেলছে। সরকারের এই পদক্ষেপে ইভি কম্পানিগুলো লাভজনক হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাড়ি বিক্রিতে টেসলাকে টক্কর দিতে না পারলেও তৃতীয় ত্রৈমাসিকে বিওয়াইডির গাড়ি বিক্রি অনেকটাই বেড়েছে। এদিকে চীন সরকারের দেশীয় গাড়ি কম্পানি, বিশেষ করে বিওয়াইডির প্রতি সমর্থনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। অনেকেই মনে করছেন, চীন সরকার ইভি কম্পানিগুলোকে এমনভাবে সহায়তা করছে, যে কারণে বৈশ্বিক প্রতিযোগিতা অসম হয়ে উঠেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনে তৈরি ইভি আমদানিতে ৪৫.৩ শতাংশ শুল্ক আরোপ করেছে। ইইউয়ের এই সিদ্ধান্তে ইউরোপীয় বাজারে চীনের গাড়ি বিক্রি কমবে। বিষয়টি হলো ইউরোপের ইভিশিল্প নিজেদের শিল্প রক্ষায় বেশ সচেষ্ট। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের বৈদ্যুতিক গাড়ি কম্পানিগুলোকে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় শতভাগ কর দিতে হচ্ছে। উচ্চ শুল্কের কারণ হিসেবে তারা চীন সরকারের সহযোগিতার বিষয়টি উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডা মনে করছে, চীন সরকারের এসব সহায়তার কারণে স্থানীয় শিল্প বিপদে পড়ছে। এ ছাড়া চীন দেশের বাজারে ইভি বিক্রি বাড়াতে ক্রেতাদের বিপুল পরিমাণে ভর্তুকি দিচ্ছে। সূত্র : বিবিসি</span></span></span></span></p>